নির্বাসিত হলো মন, ছাড়িয়া তনু
পৃথিবী বিদগুটে হয়, আমি নতজানু।
ছায়াতে আস্থা ভীষণ, বিষাদ মায়াতে;
যত তার ছল চাতুরী, মায়াবী কায়াতে।


বিচুর্ণ হচ্ছে হৃদয়, শিলাবৃষ্টি যেমন
আমি কেন হই উচাটন, শৈবালের মতন।
পিছলে পড়ে পৃথিবী যেন, গাল দিতে নাই বাধ
ভালবাসা নয়রে ভালো, নোনতা নোনতা স্বাধ।


এ যেন শহরতলী, মরুর মতই লাগে
হৃদয় যে হায় পিপাসিত, তৃষ্ণা তৃষ্ণা লাগে।
তাহার তৃষ্ণা বড্ড বাজে, জাগায় আমায় রাত্রি;
তারপরও তো বড্ড সুখী, অপূর্ণতায় প্রাপ্তি।


২৯/০৪/২০২১