যেখানে সাগর জল, খায় ঘুরপাক;
সেখানেই ঝাকে ঝাকে মাছেদের হাক।
যেখানে আযান ধ্বনি করে আনয়ন,
সেখানে নামাজ দিয়ে হয় পদায়ন।
যেখানে চুলের আটি খোঁপা হয়ে রয়;
সেখানে মিছে কেনো হারাবার ভয়।
যেখানে কদম ডাল ফুলে পায় লাজ
সেখানে কৃষ্ণচূড়ার বাহারি সাজ।
যেখানে পরীর দল করে বাহানা,
সেখানে নারী নাকি কিছু জানেনা।
যেখানে সব রং মিলে হয় কালো,
সেখানে প্রেমের রং সূর্যের ই আলো।
যেখানে বটের গাছ ছায়া হয়ে রয়,
সেখানে কাকের বাসা খুব কম রয়।
যেখানে আলিঙ্গন শুধু পাপাচার,
সেখানে আমি নই কেহ যে তোমার।
যেখানে মাটিতলে গাছফল হয়,
সেখানেই পোকাদের চলে হইচই।
যেখানে তুমি নেই, চাঁদ ছাড়া তারা ,
সেখানে বাঁধন ছিড়ে কাঁটাতারে বেড়া।


০৫/০৫/২০২১