মন আমার বড্ড পাজি,
ভাবে খালি মিছে।
সুখের কথায় বড্ড আড়ি,
দুঃখটারেই খোজে।


নাদুস-নুদুস গাল না খুজে,
খোঁজে আগের তাঁরেই।
ছোট্ট এক বাচ্চা পরী,
ভেবেছিলো যারে।


ছাড়ে না সে সখের পুতুল,
আগলে রাখে হাতে।
যার সাথে তার রোজ কথা হয়,
ঘুম হারানো রাতে।


শব্দ শোনে তার নুপুরের,
ছোয় না তাও তিলে।
চিবুক যেন হরিণ শাবাক
সুন্দরী নাকফুলে।


হাত ছেড়েছে, শব্দটাও
দেখার মাত্রাও দূরে
তাও আমার মন কাবু হয়
নির্বাসিত সুখে।