দুঃখতাপের ছড়াছড়ি,
এ ছোট্ট ভূবণে,
তার বড়ভাগ নিয়েছো তুমি,
দিয়েছ দহন ভরা প্রেমে।


জীবন তোমার ঠিকি সাজে,
হাতে রাঙ্গে আল্পনা,
মেহেদী পাতা, আলতা-বেনী,
আমিই কেবল তোমার না।


চুলের খোঁপায় শিউলি তোমার,
আমার চোখে কালচে দাঁগ।
উঁচু জুতোয় নৃত্য তোমার,
আমার পায়ে ঠোসার হাট।


এমন ভালো, কেমন ভালো?
যেই ভালবাসা ছেড়ে যায়!
প্রেমের পাখি পোষ মানে কি!
শিকল পায়ে নাইবা হায়!


মরিচিকার মত বিভ্রম হয় শতবার,
ভুল করেও তোমায় খুজি সহসা আমি বারংবার,
তুমি নাটকে জীবন খোজো তোমার
আমার জীবনটাই যে নাটকের সমাহার।