মরা ডালে,
ফুটছে ফুল অনবরত,
আমার বেলায়,
জৈষ্ঠ্য মাসেই হঠাৎ শরৎ।
মূর্খ বলে,
না বুজিলাম মহাভারত।
জ্বলে তারা,
আমার ঘরে অন্ধকার।
সে ছিল রে,
অন্ধকারে আলো আমার।
পাতার বাঁশি,
সুর তোলে রে মোটা-চিকন,
রোজ নিশীথে,
আমার হৃদয় হয়রে দাফন।
জলে চিতা,
কুচকানো এই হৃদয়খানার।
সব মিছে সব,
মোহ নারী-ভালবাসার।
তামার কয়েন,
আওয়াজ তোলে মাটির ঘটে।
আমায় সে যে,
ভূলে গেছে অভিমানে।
সব গেলো সব,
ভালবাসার মোহ টানে।
স্মৃতিচারণ,
ঠিক যেন তার কানেরই দুল।
ভালবাসা তাপেই যেন,
হারায় প্রেম আর শুকায় সে ফুল।