একটা প্রত্যাশিত ভোর,
তুমিহীন।
হৃদয়ে জমাট শত আকাঙ্খা,
রঙ্গিন থেকে হয় মলিন।


একটা নবজাতকের ভোর হয়,
তার কান্নাতেই হাঁসি ফোটে
পৃথিবীর।
আমার কান্নাতে,
কালোমেঘে স্তব্দ হয়।
ঢেকে যায় সীমাহীন লজ্জায়।
উপহাস করে
আমার অজানা হাহাকারে।


আমার যেন ভোর নেই!
কারন আমার রাত নেই,
আমার নিদ্রা নেই।
আমার নিদ্রা সমাপ্তিও নেই
রাত, নিদ্রা আর রঙিন স্বপ্ন ছাড়া
ভোরের অস্তিত্বই নেই।


সূর্য উঠলেই ভোর হয় না
কারো পৃথিবী সূর্য উঠলেই
অস্তমিত হয়।
অবসান ঘটে প্রশান্তির।
বড়ই অদ্ভুত এ সংসার।


কেউ নিদ্রায়, জীবন গড়ে নেয় স্বপ্নে
আমিও জেগেও তার দেখা পায় না।
সবার ভোর, আলো ফোটায়।
আমার ভোর, ভেংচি কাটে।
আমার ভোর নাহয় হলো,
হাজার লোকের জানাযাতে।


০১/০৫/২০২১ (ভোর)