আজও হাতছানি দেয়,
সেই দূর্বাঘাস,
যেখানে তোমার আমার
ভালবাসার তরুচাষ।


স্বর্ণলতার ফুল গুজে খোঁপায়,
বিহব্বল দৃষ্টি পাষান করে তোমায়,
ভুলতে শেখায় আমায়,
ভুলে রও নিরবে; হাঁসি তামাশায়।


আমার রাতদিন সমান,
জোৎস্না কিংবা সূর্যের নেই ব্যবধান।
আমিই ভুল ছিলাম, তুমি পর
জীবন গুড়িয়ে দিয়েছ, বুকে ঝড়।


আজও ভালবাসি অন্তহীন,
তোমাকেই ভাবি রাতদিন।
যেন তুমি সুখী রও সেই কামনা,
আমার মৃত্যু হলেই, মুক্তি প্রিয়তমা।