গোধূলির লাল আলোর সময়টাতে
তোমার চলে যাওয়া,
যেখানে সব পোকাদের গুঞ্জন,
সেখানে আমায় একা ফেলে দেয়া।
তোমার নীল রঙ্গা শাড়ীর সোনালী
পাড় ঘেষে, বেলাটা শেষ হওয়া।
তোমার মৃদু ঠোটে হালকা লিপস্টিক
স্পর্শে মুছে যাওয়া,
সবই কি ছিল অভিনয়?
নাকি ইচ্ছে করেই সব মুছে দেয়া।
আমার হাতটি ধরে, বাহুতে বসে
মিষ্টি মধুর সময়টুকুও কি মিছে?
নাকি সব ইচ্ছে করেই ঢেকে দিচ্ছ তুমি?
আমার কাঁধে হাতে রেখে, জড়িয়ে ধরে
কোলে উঠার ইচ্ছেটুকুও কি মিছে ছিল?
নাকি ইচ্ছে করেই মুছে দিচ্ছো!!
তোমার শাড়ীর ভাজে, বুকের খাঁজে
আমার হাতটি নিলে, তাও কি মিছে?
নাকি ইচ্ছে করেই মুছে দিচ্ছো সব?
যদি সবই মিছে হয়, তাহলে মুছে দিও
আমার ভালবাসার সবটুকু,
মুছে দিও তোমার হৃদয় থেকে মোরে,
মুছে দিও আমার নামটি!