সেই কাননে ফুল নাহি আজ,
ময়লা জমাট ঢালি।
তার চরণে আলতা রাঙা,
আমার চোখে কালি।


জিওল কথা, জিওল সুরে
রাত হইতো পার।
তাহার কি সব রইছে মনে,
পুরান প্রেমের ভার।


তুমি কইন্যা বড়ই ন্যাকা,
ভাব করো খুব বোকা।
তোমার পাটায় পিশেছো প্রেম
আমায় দিলা ধোঁকা।


তোমার চিরল বিরল চুলে,
কত নাগর যাবে।
তুমি কইন্যা মইরা গেলেও,
আমায় না আর পাবে।


কাজল দিয়ে চক্ষু রাঙ্গাও,
চোখ টানা দাও কাকে।
খন্তা দিয়া কাঁটলা আমার,
কোমল হৃদয়টাকে।


আইজ তোমার কানেতে দুলে,
বাহারী রাঙ্গা দুল।
আমার পৃথিবী জুড়ে
নির্বাসিত রক্তজবা ফুল।


তোমার এমন নিরব খেলায়,
হার হলো যে আমার।
এই বুজি মোর সময় হলো,
নির্বাসনে যাবার।


০৬/০৫/২০২১