পূরণ হলো তর আশাটা,
আমার গেল জলে।
আজও তরে যতনে আঁকি,
ভালবাসি বলে।


কেমন হলো পিরিত পিরিত
কানামাছি খেলা?
আমায় দিলি পথ ভুলিয়ে,
কান্না-জ্বালার ভেলা।


এই পিরিতে খাইলো সবি
দিলো না তাও তরে।
কেমনে রে তুই নিরব থাকস
ভালবাসা ভুলে।


আমার কোন ছল ছিল না,
ছিল অন্ধ প্রেম।
আমার প্রেমটা হত্যা করে,
দিব্যি রইলি থেমে।


এমন কেন সাধের পিরিত,
খুব সহজে ইতি!
তর কাছে তাই ঠকতে হলো,
এই ছিল নিয়তি।