ললাট আমার পাংশুবর্ণ
যখন বানীগুলো শুনেছিল
আমার দুই কর্ণ।


জানিনা সত্যি কিনা!
বলেছে তোমার আপন
বোধহয় মিথ্যে না।


হাঁসি ছলে কাটিয়েছ নাকি
ঘন্টা দুই-এক!
শুনেই; তখনি পড়েছে বাজ
হৃদয় ফেটে গেছে, চেয়ে দেখ।


বলেছে আরো অনেক কিছুই,
ছাদেও তো ছিলে
হাঁসির শব্দ ছিল প্রবল
খাইয়ে দিয়েছ মুখে তুলে।


তখন; আবার কষ্ট পাই ভীষণ
খুব ক্ষুদার্ত আমি যখন,
বলেছি তোমায়,
ছিল শত অনুরোধ; খাবে না তুমি
বার বার একটি কথাই বলেছিলে আমায়।


ডেকেছিলো তোমায়;
আমার সেই পাতানো বোনটি,
প্রশ্ন ছিল, ঐ এসব করসিস কি?


উত্তর সযতনে দিয়েছিলে তুমি,
করছিটা কি দেখনা আপি!
চাসনা কি তুই ভালো থাকি!!


জানিনা তোর মনে আছে টা কি!
তবুও আশায় তাকিয়ে থাকি।
তোকে ভালবেসেই তো পদ্য লিখি,
হয়তো পৃথিবী দেখবে একদিন,
অনুরোধ,
চোখের জল যেনো না গড়ায় তখন।