সহস্র বছরের প্রেম আজও বিরাজমান ধরায়,
প্রেম কি শুধুই কাব্যে কিংবা ছড়ায়?
নাকি জীবনের জয়গানের একটি সুর?
যা নিয়ে যায় বহুদূর; নাহয় কান্না সমুদ্দুর।


চন্ডি-রজ ছিল যাহা, আজও তারাই প্রেমী
কালের স্রোত ঠেলে তবুও ভাসে তাদের বাণী।
পায়নি তারা কেউ কাউরে সেকি নয় তার জানা!
তুমিও আমায় যাও ছেড়ে যাও, নেই কোন মানা।


এমন ছলে, খেলায় মেতে, করলে যে ছলনা
তোমার হাতেই করে গেলে নারীদের অবমাননা।
প্রেমের নারী, ছলের নারী, ভেদ নয় কারো জানা
তুমিও তো খুব ভালো মেয়ে, কেনো করলে ছলনা?


হারানো প্রেম, রূপের মায়া, আজও ভালবাসি
সব নিলে মোর কেড়ে তুমি, ওরে সর্বনাশী।
জীবন থেকে ছাড় পেয়ে যাও এই কামনা করি,
তোমার চাওয়া হয় যেন রোজ, ধুকে ধুকে মরি।


থাকো ভালো, রাখো ভালো, হও অনেক বড়
আমার কথা নাইবা কভু ভুলেও মনে করো।
সুখের পরী সুখ নিয়েছ, দুঃখ আমায় দিলে
বাসি ভালো তাই বলেই আজ মরছি তিলে তিলে।


এমন যেন নাহয় কভু, কোন প্রেমের শেষ
মায়ার নারী, ছায়ার নারী, থাকো তুমি বেশ।
আকাশ সমান হাঁসি থাকুক তোমার টুটি জুরে
পাহাড় সমান দুঃখ নিলাম তোমার দাবী ছেড়ে।