আমার মিছে শিরোনামে তুমি,
তুমি অপূর্ণতার প্রাপ্তি।
তোমাতে আমি চিরকাল চাই
ঘটাতে প্রেমের ব্যপ্তি।


জোয়ারে ভাঙ্গণ, ভাটায় খড়া;
এই চলিল খেলা।
হেলায় খেলায় বেলা ডুবিল,
মাঝি নাই ওবেলা।


সমর গেলো, কলুষিত হলো;
ধুলি উড়িল তীরে।
সব রাখিয়া তোমাকেই খুজি,
হাজারো লোকের ভীরে।


এবেলায় আর পথিক আসেনা,
আসে কেবলই বাণ।
তোমারে দেখার প্রবল তুফান,
মনের জমা কলতান।


সজিব ঘাসে পোকারা হাঁসে,
নিশাচর জাগে রাতে।
শিশির আসে ঘুম ভাঙ্গাতে,
পাখি ডাকে প্রভাতে।


তুমি আসো না, কিছু কও না!
আনমনে রই আমি।
কেবলই আমার হৃদয়ে হৃদয়ে,
শিরোনাম জুরে তুমি।