বাকি ছিল,
অনেকটা পথ তোমার হাত ধরে চলা,
অবশেষে বাকিই রয়ে গেল,
তোমার সাথে দেখতে যাওয়া
আরেকটি সন্ধ্যে বেলা।
হুট করেই কেউ পর হয়,
কেউ আঙ্গুল ছেড়ে দেয়,
মাঝপথে কেউ রিক্সা থেকে লাফিয়ে নামে,
এমনটা আমি দেখিনি কখনো,
তুমি দেখিয়ে দিলে,
ছেড়ে গেলে,
হঠাৎ করেই,
এক সন্ধ্যাতারার মত হারিয়ে গেলে।
যেখানে শত রং মাখানো একটি,
বিকেলের অপেক্ষা ছিল,
সেখানে কেবল এক নিশাচর,
পেঁচার আর্তনাদ ভেসে বেড়ায়।
যেখানে দু-দুগনে চারটি পা,
আলতো করে হেটে চলার ইচ্ছে ছিল,
সেখানে আজ কেবলই,
আমার দুখান নিস্তেজ পা স্থবির হয়ে যায়।
যেখানে তোমার চুলের বেনীটি গুছিয়ে;
একটা লাল টকটকে ফুল গুজে দেবার কথা ছিল,
সেখানে আজ কেবল একটা শুকনো খড়ের আটি
পড়ে আছে।
যে পথটা তোমার পায়ে তাল মিলিয়ে
আমায় চলতে দিত,
সেখানে আজ ভীষণ বিষন্নতা।
যেখানে তোমার চাহনি আমায়,
জয়ী করে দিত বারবার।
সেখানে আজ কেবলই পরাজিত,
শব্দের হাহাকার।
যেখানে তুমি শতরুপা হয়ে
আমায় আগলে রাখার কথা দিয়েছিলে,
ঠিক সেখানটাতেই,
আমাকে না জানিয়ে,
শত প্রতিজ্ঞা ছিন্ন করে,
তুমি চুপিচুপি হঠাৎ করেই হারিয়ে গেলে।
একরাশ হাহাকার ভরা
বিষন্নতা উপহার দিয়ে,
হঠাৎ করেই হারিয়ে গেলে।