আজ সরিয়ে রাখতে চাচ্ছি
ভালোবাসাটা আমার,
মনের এক কোণে।
যার প্রতি অগাধ বিশ্বাস,
সূচনালগ্ন হতে এখনও;
অটুট মনেপ্রাণে।


এমন কাউকে কি রাখা যায়?
কোন এক কোণে!
হয়তোবা আমিই হারাবার পথে,
কান্না ভেজা এই মনে।


কথাটা সকলেই শুনেছে বারবার,
কানে হাত না দিয়েই ছুটে;
পিছনে সকালে থাবার।
ভয়টা নাহয় আমারই থাকুক,
অজানা পথে হারাবার।


কি দরকার তবে,
আমার পবিত্র মনে,
সন্দেহের রাখা জাগাবার।
বলে দিলেই তো হয়,
পথ বেছে নেব হারাবার।


বিষন্নতা আজ ঘিরে ধরে হায়,
জানিনা কিসের ইঙ্গিত।
মনটা পবিত্র থাকলেই বা কি?
আমি তো খুব কুৎসিত।


এই যদি হয়; তোর মনের কথা,
ভয় করিনা আর।
আমি নাহয় সাদরেই নিলাম,
হারাবার পথ আমার।