পান্নাবালা,
একটাবার কি কওন যায়না!
তুমি কেমন আছ?
কত বার্তা পাঠাই
তোমার উত্তর আহে না।
পান্নাবালা,
ও পান্নাবালা
একটাবার কি কওন যায়না!
তুমি কেমন আছ?
কইবানা!!
কওনা একটাবার
ও পান্নাবালা
তুমি বড় পাষান হইয়া গেছ
আমার কথা আর মনে নাই তোমার!
তুমি আমারে ভুইলা গেলা?
ভুইলা যাওন কি এত্ত সোজা!
সোজা না।
পান্নাবালা,
ও পান্নাবালা
সত্যিই কি আমারে ভুইলা গেলা!


ভাগ্য তোমারে আমার হইবার দিলোনা
আমারে দেওয়া কথাগুলা...
কথাগুলাও তুমি রাখলা না।
আমারে পর কইরা দিলা!
একটাবার খোজও নিলা না।
পান্নাবালা,
ও পান্নাবালা।
আমার যদি অন্যায় থাকত
কইবার পারতা
এইভাবে কেন নিরব হইয়া গেলা?
এমন কইরা কেউ নিরব হয়!
হয় না!!
তাইলে তুমি কেন হইলা!
উত্তর দিবানা!!
ও পান্নাবালা।
ভালবাইসা তো আমি পিছপা হই নাই!
তুমি কেন এমন করলা!
আমি গরীব বইলা?
তয় আমি কিন্তু ভুইলা যাই নাই।
ভালবাসি
মেলা ভালবাসি।


পান্নাবালা,
তোমার কি মনে নাই
গাছের বাকল কাইটা
তোমার আমার নাম লেখছিলা!
মনে নাই তোমার!
আমার কিন্তু মেলা মনে আছে
সেই গাছটা আমার মেলা আপন
আমি এখনো তার লগে কথা কইবার যাই
সে কথা কয় আমার লগে
ঠিক তোমার মত কথা কয়।
হাছা কইতাছি!!
তোমার মত সেও কি আমারে ছাইড়া যাইব?
যাইব না!


বড্ড মনে পড়ে তোমায়
কথা কইতে বড্ড ইচ্ছা করে
সবই পোড়া কপাল
তুমি সেইডা বুজবার পারলা না
একটাবার যদি বুজতা!
মনডায় বড় শান্তি পাইতাম।
তুমি কেমনে পারলা!
ভুইলা যাইতে!
পান্নাবালা,
ও পান্নাবালা।