বুঝতে পারে মন আমার,
তোমার অনুছায়া।
আশে পাশে থাকলে তুমি
কিংবা তোমার কায়া।


আকৃতিটাও এখন যেন,
অনেক অনেক চেনা।
দূর থেকেও বুঝতে পারি,
দেখে চোখের টানা।


হাঁসির শব্দ এখন তো নয়,
আগেই চেনা ভারি।
এখনো চোখ দেখলো না হায়,
পড়নে তোর নীল শাড়ী।


হাতের ছোয়া; পায়ের নখর,
রুপ করেছে আল্পনা।
তুই যে আমার ভালবাসা,
নীল শাড়ীতে কল্পনা।