প্রতিটি সন্ধ্যা তুমিও দেখো,
দেখি আমিও।
ফুলের সুবাস তুমিও নাও,
হয়তো নিতাম আমিও।


সরলের সাথে গরল মিশিয়ে
জলের সাথে পিরিত।
পিতলের সাথে সোনা মিলায়ে,
গহনা কি হয় সতি?


নিরবে নিবৃতে অভিরাম,
রয়ে গেলে স্মৃতি হয়ে।
সময় গেলো তুমিও গেলে,
প্রেমের সমাধি দিয়ে।


আমি রব নিরব, তুমি সরব রও প্রিয়
আমায় যতটা ভালোবাসিতে,
তারেও ততটাই বেসো ভালো ওগো
যাহারে দিলে জীবন সপে।


কেউ না জানুক, কি ছিলাম আমি
বালিশে ফেলিও না জল।
আঁখি জলের সাথে নাহয় করিও পিরিত,
সতেজ রেখো কাজল।