- মা কে বলতে পারা
- এক টুকরো আর্তনাদ
- আমায় সতেজ রাখে রোজ
- বন্ধু নামক শব্দ থেকে
- নিজেকে নিঃশব্দ করে
- পিছিয়ে পড়ি রোজ
- আমার থলেতে এখন
- নিত্য থাকে মাথা ব্যাথার ডোজ
- আমার ক্ষাণিকটা পায়ে হাটা
- বাচিয়ে দেয় দুটো মুদ্রা কিংবা একটি নোট
- আমার অলক্ষুণে চোখ ছটফট করে
- নতুন জামায় রোজ।
- মোজাটাতেও হয়েছে ফুটো
- ধুয়ে রাখি তাও রোজ।
- আমার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়
- পাইনা কুলের খোজ।
- এমন করে আর কত দিন?
- মাকে প্রশ্ন করি!
- বছর সবে বাইশ পেরুলো
- অনেক নাকি দেড়ি!
- আহ যাতনা, কেউ বুজে না।
- ছেলে কারে কয়?
- বড় ছেলে দুঃখ কেবল
- মায়ের কাছেই কয়।
- তারপরেও মা ই বলে,
- যত্ন করে খাস।
- টাকার চিন্তা করিস না তুই
- লাগলে আবার চাস।
- হচ্ছি বড়, বাড়ছে বোঝা
- পিঠে ভীষণ বেদন
- মা কি জানে রোজ মাখি মুই
- জান্ডু-ফান্ডু মলম।


- Fab Foysal