বুড়া-বুড়ি বাদাম খায়,
লেকের পাড়ে বইয়া।
আমি হালায় উনিশধারী,
দেখি চাইয়া চাইয়া।


গাট্টি-বোস্কা লইয়া ঘোরে
জোয়ান পোলা মাইয়া,
মাঝে মইধ্যে সেলফি তোলে
বেহা তেড়া হইয়া।


মাঝে মাঝে গল্প করে,
কান্দের উপর শুইয়া।
কালা চশমা পড়ে আবার,
চোখ মারে রে ভাইয়া।


বাদাম ওয়ালা ডাক হাকালেই
দিচ্ছে তারে ঝাড়ি,
প্রেম করিতে আইছে তারা
বাপের বাড়ি ছাড়ি।