বড্ড শখ,
ভাসি লাস হয়ে।
মনে চায় ছায়া দেই
ছায়াবৃক্ষ গাছ হয়ে।


হৃদে হেম জমে
গলিত হয় শিশা।
তাহাতে এখনাে বিষাদ নাহি হায়
বুকে, অনল প্রবাহ শিখা।


ছাড়িয়া গিয়া সে সুখে রয়,
আমার হৃদয় পোড়া।
তাহাতেই আমার স্বর্গসুখ ছিল,
লইল না তাও জোড়া।


হারােনা বিষাদ বুকে চেপে রয়,
পরেনা তবুও ঝড়ে।
আমার দিবস মাটিচাপা দিয়া,
সে চলে গেছে ছেড়ে।


আমি তারে নয়, খুঁজি তারাময়,
আমার হারানো দিবস।
ইহাতেই আমার ভাঙ্গন বুকে।
ভালবাসা করেছে বশ।


দিবস আসেনা গৃহে,
আসেনা তীরে জল।
হারাইয়াও ঢের ভালবাস তারে,
ফেলিতে চোখের জল।


২০/০৪/২০২১ - রাত: ১২:৩০