স্মৃতির শতদার,
প্রেম কেবলই একবার
যেখানে ভালবাসা মিছে,
সেখানে তুমি গিয়েছ জিতে।
আমার হলো অন্তর্দাহ,
তোমার হাতে শাখা-বালা
কপালে টিপ কুচকুচে কালো।
তোমার এলো চুলে আজ ভাজ,
ঘুমটার আড়ালে রও, লাজুক লাজ
সাজো কার প্রেমে সখা এই অবেলায়।
তুমি ছিলে হৃদয়ে, ভূলা বড় দায়।
আমারে নিরব করে গেলে প্রিয়,
অমাবস্যা কালে,
চাষী যেমন নীরব হয়,
জমি তলিয়ে গেলে।
তেমনি আমি নীরব আজি
তোমায় খুজে ফিরে,
বিজ্ঞাপন আর নিখোঁজ লেখায়
আমার শহর ঘেরা।
একটুও আমি নেইরে ভালো,
সখি তুমি তোমায় ছাড়া।
একা বলতে নেই কিছু নেই
তোমার সাথেই চলি,
স্বপ্নে আমি রোজ কথা কই
মনে রেখো ভুলিনি।