না খাইয়া হুগাইয়া গেছস
এটা খা,  ওটা খা
ডাহা কি তুই গুমাস না?
এই মোবাইলটা আলা থোস না!
এই নে ডিম খা,
হাঁসের।
এই নে দুধ খা,
গরম।
না খাইতে খাইতে তর
নাড়িভুঁড়ি বন্ধ হইয়া গেছে?
খা কইতাছি।


এ  যে নারীর টান,
মা শব্দটা মধুতে মাখা
যেন পুষ্পে মৌ
মা ছাড়া তোমার দুঃখ
বুজার নাইরে কেউ।


এ ধরনী তুচ্ছ যার পায়,
সেই মায়েতেই স্বর্গসুখ
বলেছে বিধাতায়।
অনল গৃহে তাপ ছাড়িলেও
মা ঠিকি মা-ই রয়ে যায়।


মায়ের কাছে ছেলে হয়না বড়,
মনে হয় এই যেন সবে
ক্লাস টু তে পড়।
ধরে বসে কান।
মা তো, বিধাতার সেরা দান।


চরনে মা তোমার চাই ঠাই
জগতের তুচ্ছ সব ফেলে দিতে চাই
আমায় তোমর চরণ দুটি দাও,
আমার কাবা তুমি,
তোমার চরনে চুমু দিতে চাই।
বিধাতা দাও মাকে আমার কোলে,
আমার শিশু মাকে আমি
যতনে রাখিতে চাই,
স্বর্ণ-রুপার জলের ছায়াতলে।


(মা দিবসে উৎসর্গ আমার মায়ের পায়ে)
০৯/০৫/২০২১