রাতের জানালায় সেদিন,
লাগছিল তোমায় বেশ।
ইচ্ছে করছিল ছুয়ে দেখি
তোমার দীঘল কালো কেশ।


মুহূর্তেই যেন ইচ্ছেগুলি
হচ্ছিল স্তব্দ।
এত কাছে; তবুও দূরে,
হারিয়ে যায় শব্দ।


মনে হচ্ছিল জেলখানার;
একপাশে তুমি-অন্যপাশে আমি।
প্রাচীর পেরিয়ে জয়ের দেখা,
পাবো কি কখনো আমি?


রাতের জানালায় গোলাপ দিবস
হাঁসি মুখটা তোমার।
কাগজে গড়া ভালবাসার দান,
হৃদয়ে রাখবো আমার।