চুপ করে বসে রও,
নাহলে দূরে রও।
একটু নরম হও,
নাহলে পাষাণ হও।
চুলে হাত দিও না,
খুব কাছে এসো না।
হৈ চৈ কেনো হয়,
খুব যেন চুপ হয়।
আক্কেল বেশি খুব!
বেশি তুমি বুঝ খুব।
নিরব কেন থাকনা?
মুখে দাও ঢাকনা।
খুব তুমি বকনা?
কিছু কথা শিখোনা!
হায় হায় বলে কি!
এ-যুগে এসব চলেকি?
নাহ! ভাই আর না,
প্রেম ট্রেম ছাড় না।
যতসব ভন্ড,
হয় দুই খন্ড।
কেউ নেয় ষন্ডা,
কারো যায় গন্ডা।
আহা কি এক অধ্যায়,
হাবিজাবি কি পড়া যায়!
নাম নেই কাম নেই,
কালো মেঘের অধ্যায়।