একটা বিষাদের খাতা খুলেছি,
তোমার নামের অক্ষর নিয়ে,
আমার পরানের যত শব্দ আছে সব নিয়ে,
তোমার দেয়া সহস্র যাতনা নিয়ে,
একরাশ পবিত্র ভালবাসা সাথে নিয়ে,
তোমার মায়ের মুখের গালাগাল নিয়ে,
তোমার মুখের বকুনি নিয়ে,
তোমার কান্নাভেজা অকথ্য প্রেম নিয়ে,
তোমার দেয়া প্রতিটা প্রেমপত্র নিয়ে,
তোমার দেয়া শুকিয়ে যাওয়া ফুল নিয়ে,
তোমার ভালোলাগার পুতুল নিয়ে,
আমার ক্যামেরার শেষ ছবিগুলো নিয়ে,
তোমার শাড়ির আল্পনা আর নীল রং নিয়ে,
তোমার মাথার সোনালী স্কার্ফের ভাজ নিয়ে,
তোমার ঠোটের সেই মৃদু স্পর্শ নিয়ে,
তোমার দেয়া সেই অকেজো ঘড়িটা নিয়ে,
তোমার দেয়া শেষ কান্না নিয়ে,
আমার বিষাদের খাতা খুলেছি
শুধুই একজন তুমি নিয়ে,
একজন পান্নাবালা নিয়ে,
ছলনাময়ীর শেষ না করা প্রেম নিয়ে,
কাগজে মোড়ানো অভিমান নিয়ে,
কিছু পেন্সিলে আঁকা ছবি নিয়ে,
বুকপকেটে রাখা এক ছবি নিয়ে,
চিরকুটের শেষ ইতি নিয়ে,
তোমার ভেঙে দেয়া আমার হৃদয় নিয়ে,
বিষাদের খাতা জুড়ে শুধুই একটি নাম,
নিঃশব্দে যে ছাড়িয়া যায়, ছলনাই তার কাম।