মাঝরাতের অন্ধকারের সাথে
ভেসে রয় একটি চোখ।
তোমার ঐ হৃদয়স্পর্শী হাঁসিটা
দেখেছিল যেই চোখ।
এক ফোটা জল সেখান থেকে
গড়াতে গিয়ে থমকে যায়,
যদি তোমার ঐ হাঁসিটুকু ভিজে যায়।
না না, তা কখনোই হতে দেয়া যায় না।
ঐ হাসিটুকু অমলিন থাকুক।
চোখের পাতা ঘেষে শুকিয়ে যায় সে জল।
এমন শুনশান মধ্যরাত
আশে পাশে কিচ্ছুটি নেই।
জেগে আছে নিরব একটি চোখ।
রাতের অন্ধকারের সাথে ভেসে আছে
একটি চোখ।
সে চোখ কখনো নিদ্রা যায় না,
তোমার প্রথম রুপ যদি সে হারায়
তাই, অপলক চোখে চেয়ে রয়।
তোমার তিলের আকৃতিটা যদি অস্পষ্ট হয়
এই ভেবে ভেবে সেই চোখ
অপলক চেয়ে রয়।
রাতের অন্ধকারের সাথে ভেসে রয়।
ছলছল গড়াগড়ি দেয়া চোখের জলকে
আটকে রেখে জেগে রয়।