তোমার স্মৃতির দেয়ালে
আটকে গেছি আমি,
একি প্রেম ছিল?
নাকি পাগলামি!


এক সিন্ধু সমান মায়া,
জড়ানো ছিলো হৃদে,
এত তাচ্ছিল্য তবুও কায়া,
নয়তো আপন, নয়তো সিদে।


পথিকের তৃষ্ণা জলে মিটে হায়
আমার তৃষ্ণায় তুমি,
এভাবে আমি পিপাসিত রই,
কষ্ট জমাট, তবুও রাখি বুকে।


এ প্রেম হবে না জানি ইতিহাস,
তবুও কেন আমি এক লাশ,
মোহ কাটে না, বড় অদ্ভুত,
এ জগৎ সংসার, মিছে অভিলাস।


এ স্মৃতির অপমৃত্যু হোক
অবসান হোক শোকের।
নিদ্রা আমার চিরসাথী হোক,
যাতনা কমুক বুকের।


২৬/০৪/২০২১