চোখের জলের বিন্দু থেকে
সিন্ধু হচ্ছে হৃদে,
হীরক নামক কাঁচের ফাটায়
মৃত্যু কাটা বিদে।


মরন হলে বেশ ভালো হয়
জীবন রাখাই দায়।
স্মৃতি ভুলা খুবই কঠিন,
অনলে পোড়ায়।


সুবাস তাহার চুল গড়ানো
ঘামের ফোটার বিন্দু।
জীবনটা আজ হাজত খানায়,
তীর্থের কাকই বন্ধু।


স্মৃতির বেলায় উইপোকারা
খেলে ডাংগুলি।
অবচেতন ভালবাসা,
কেড়ে নেয় বুলি।


তার পায়ের ঐ নুপুর আজও
ছড়ায় মধুর সুর।
আমার স্মৃতিতে ঝং পড়েছে
রাখছে তাতেই দূর।


সব পাহাড়ের চূড়ায় নাকি
মনিষীদের বাস।
সকল নারীর প্রেমের ফাঁদেই
নিরব সর্বনাশ।


আমার আজও ফিনকি দিয়ে
রক্ত ঝড়ে বুকে।
সেই রক্ত আলতা ভেবে
চরণ রাঙ্গাও সুখে।


আমার চোখের জলের নোনা
গড়ায় না জল হয়ে।
নিরবে সব ক্ষয় করে হায়
বিন্দু বিন্দু করে।