এ স্মৃতি দেয় যে দোলা,
জাগায় খড়া হৃদে।
হঠাৎ আবার কাল-বোশেখী
খড়গ পায়ে বিদে।


এমন স্মৃতি যায় না ভোলা,
তুলে রাখি তাকে।
যায় কি তারে ফেলে দেওয়া?
ভালবাসো যাকে!!


এমন ভাবনা ভেবেই স্মৃতি,
মরচে জমে আশায়।
কোকিল ডাকে মিষ্টি সুরেই,
ডিম পারে কি বাসায়?


স্মৃতির খামের মুখ যে খোলা,
কাঠের বাক্সে তালা।
হৃদয়ে তাঁর ঝং ধরেনা,
স্মৃতিতেই তার হেলা।


যার হেলাতে হারছো তুমি,
যাওনা তারেই ভুলে।
শপথ করো হারবে না আর,
ফেলবে মুছে তাঁরে।


মনের দেয়ালে পেরেক মেরে,
ঝুলিয়ে রেখেছো যারে।
স্মৃতির ছবি পেন্সিলে এঁকে,
মুছে ফেলো ইরেজারে।