হঠাৎ করেই,
তাঁরে ভীষণ মনে পড়ে।
উবু হয়ে পড়ে হৃদয়টা।
শক্ত হৃদয়টা বিগলিত হয়।
তাঁর সাথে যোগাযোগের
সকল প্রচেষ্টা চালায়।
ব্যার্থ হয়।


মুঠোফোন টা কেউ কানে তুলে ঠিকি,
কিন্তু, শব্দ আসে না ওপার থেকে।
নির্বাক রয়।
আমিও নির্বাক হয়ে অপেক্ষা করি
কিছুক্ষণ অপেক্ষায় নিরব রই
সাড়া নেই, শব্দ নেই।
এমনকি,
ঝি ঝি পোকার ডাকও নেই।


এভাবেই ক্লান্ত হই
নিরবে মুঠোফোন কান ছাড়ে
তাঁর শব্দ শুনতে মরিয়া এ হৃদয়,
কেন জানি বারবার,
মনে পড়ে তারে।
সে যেন চোখের সামনে হাসতে থাকে,
মেঘের খামে ভাসতে থাকে।
তারার সাথে গল্পের আড্ডায় মত্ত থাকে।
আমার ডাক কি তার কান পর্যন্ত পৌছায় না
নাকি সে ইচ্ছে করেই শুনতে চায় না।
আমি এভাবেই তার অপেক্ষা করি,
তাঁর কোমল স্বরের অপেক্ষা করি,
কারন তারে আমি ভালবাসি।
চিরদিন তার জন্য অপেক্ষায় রব নাহয়
হোকনা আমার এ স্বল্প পরাজয়।


সে মনের গভীরেই বাস করে,
সেকারণেই হয়তো,
ক্ষণে ক্ষণে মনে পড়ে তাঁরে।


০৭/০৫/২০২১