আমি নিজেকে,
সবসময় হাসির পাত্র হিসেবে,
চিহ্নিত রাখতে চাই বলেই,
এত এত এত কিছু করতে পারি।
সামান্য লজ্জাবোধ
আমায় কখনো ছুতে পারে না।
এমন অনেক হইছে
আমার পোস্ট দেখে সাথে সাথেই
কত ফোন চলে আসত।
এখন তারাও বিরক্ত,
বলে যখন লাভ হয় না,
তো বলার কি কাজ।
এভাবেই
আমি শক্ত হতে হতে,
মজবুতও হয়ে গেছি।


তবে দুঃখের বিষয়,
আমার চরিত্রের সাথে,
তোমাদের নাটকের মিল,
কেবলই কাকতালীয়।
হয়তো সেটুকুতেও,
অন্যরা মজাও নেয়
নেহাত মজা।
আমার তাতে বেশ ভালোই লাগে।


তবে আমার গবেষণার ফলাফল,
তোদের মিলের বিপক্ষে সর্বদা,
তবুও আমি মিলাতে চাই,
মিল খুজি,
খুজে নেই,
হয়তো কেউ বুজে,
আর কেউ না বুজেই,
সর্বেসর্বার ভূমিকা নিয়ে বসে।


তারা হয়তো জানেনা,
তারার আলোও একসময় লুকিয়ে পরে,
ভোরের আলো ফুটলেই।


ফুটবে সে আলো,
সেই আপেক্ষায় আমার নিদ্রা বিরতি,
আমার নিশি যাত্রা।


আমার কলমে,
বিরহের সুর খুব ভালোই ফুটে,
ফুটুক নাহয়!
মন্দ কি!
আমি গন্ধ ভয় পাই না,
ডাস্টবিনের খুব কাছ দিয়েও হেটে দেখেছি,
কই মরি নি তো!
দম আটকেও যায় নি!
যতটা আটকে গেছে মিছে ভালবাসায়,
গন্ধ আমায় ছুতে পারে না,
আমি তামাশায় কখনো চক্ষু নিক্ষেপ করি না।
আমি মন্দ আছি বলেই বেশ আছি।
প্রভুর ইচ্ছায় বেশ আছি।
শোকর।


প্রলুব্ধ একবারই হয়েছিলাম,
তাও, নারীর
মতিভ্রম ছিল হয়তো!
কেটে গেছে,
এখন আর প্রলুব্ধ হতে পারে না হৃদয়,
নারীর মোহও ছুতে পারে না,
ভুল-শুদ্ধ খুজে মরে না,
আমি নেহাত গন্ধ খুজি।
সাথে মন্দ!
এ মন্দের ছন্দ,
কাউকে কখনো আর হাসাবে না
নিজেও হাসবে না সে ছন্দ আর কভু।
কলম চলছে,
চলবে তবুও।


শক্ত হও আমার মত,
হাসির শব্দ ভীষণ হবে,
তবে কান্নাভেজা।
কাউকে মিথ্যে বোঝাতে হবে না।
কেউ ঠকবে না।
তুমিও না।
আমার প্রতিটা হাসি পাথরের আঘাতপ্রাপ্ত।
প্রতিটা শব্দ সমুদ্রে তলিয়ে যাওয়া।
শুধু আমিই কচুরীপানা।
ভেসে রই!
হেসে রই!
বেশ রই!


হয়তো-
আমার থেকে বেশি ওভারলোডেড,
তুমি কখনোই হও নি।
হবেও না,
প্রার্থনা!!


আমি উদ্ভট,
তাই বেশ!
কোন রেশ নেই!
দেশ নেই!
শেষও নেই!
হা হা হা, হাঁঁসার মত
শুধুই প্রত্যাশা আছে।


হৃদয়ে গলিত হেম
টপ ট প টপ পড়ে না,
স্রোতস্বীনির ধারা প্রবাহিত করে।
চিতার অনলে দাহ করে,
তবুও হাসতে হয়।
হেসেই দেখো!
হাসির অনেক জোড়!
তারপর তুমিই বলো!
আমি ভুল নাকি তোমাদের পৃথিবী?


২৪/০৪/২০২১
উৎসর্গঃ এক প্রিয় বন্ধুকে