হাঁটি হাঁটি করে
বয়ে চলে সময়,
নিরব সময়,
যে আমায় পিছুডাকে।
একটা সময়
ক্লান্ত হয়ে আসে সেও।


সন্ধ্যে ঘনিয়ে নেমে আসে রাত,
সেই সাথে স্তব্দ হয়ে পড়ে
নিয়তির সব পিপাসিত রং।
কালোতে এসে মিলিত হয় সবে।
একদিন তার ভ্রম দূর হবে,
তবে তখন সময় খুব সংক্ষিপ্ত রবে
নিজের ছায়াটাও বিশাল রুপ নেবে,
তবে
মূহুর্তের মধ্যেই সব মুছে যায়
প্রাণোচ্ছল হাসিগুলো
অভিমানে নেতিয়ে পড়ে।
খোলা চুলের সুরভী ম্লান হয়,
পায়ের শব্দগুলো ক্ষীণ হয়
মুহূর্তেই জাগ্রত হয় স্তব্দতা।
এ যেন এক শুনশান নগরী,
পৃথিবীটা যেন বড্ড স্তব্ধ।
হৃদয়ে বিরাজ করে
কেবলই স্তব্ধতা।


০৯/০৫/২০২১