বেলাশেষে নেই যে যেতে,
শেওলা কালো বেলকনিতে।
পায়ের পাতায় পড়বে ঠোসা
তপ্ত রোদের ঝলকানিতে।
এমন তেমন, হেনো-তেনো,
সুখের খোজে বায়না দাও,
ঘরের দোরে পা মারালে,
তবে কেন উষ্ঠা খাও।
সকাল সন্ধ্যা জিন্দা কেবল
মোর বাগানের হলদে ফুল।
তোমার তিলে হারিয়ে গিয়ে,
একি হলো মস্ত ভুল।
ভুলের ছলে, রোজ বিকেলে
চরণ ধোঁয়া শীতল জল।
তোমার প্রেমের ইতি কেনো!
হারায় আমার সকল বল।
এমন কেনো হাঁসির হিড়িক,
কিসের এতো মহোৎসব,
আমায় দূরে ঠেলে দিয়ে,
করছো হরেক যত্তোসব।
আমার আমি নিরব হয়ে,
যাচ্ছি দেখে সকল সব,
সাঝের কালো চুপটি করায়,
মগডালের ঐ পক্ষী সব।
আমার কাছে মলম আছে,
মাখবে নাকি চুলকানি'য়,
এই সে মলম নিত্য পোড়ায়,
তপ্ত রোদের ঝলকানি'য়।