প্রিয়,
তুমি আজও বুজলে না আমায়,
আজ যে শততম তোমায় নিয়ে লেখা
যদিও, সেটা তোমার অজানা,
কিছুতেই লিখছিল না হৃদয় আজ তোমায় নিয়ে,
তারজন্যেই তোমাকে পাবার ব্যর্থ প্রচেষ্টায়
মুঠোফোনে মধ্যরাতে তোমাকে খুজি,
ভাগ্যিস পেয়েও যাই,
তোমার অকল্পনীয় ছিল,
কেননা, আমার সবগুলো নাম্বারই তোমার জানা
সেগুলো অবশ্য তোমার ব্লাকলিস্ট;
ভারী করে রেখেছে।
অজানা নাম্বার থেকে ফোন
তাই হয়তো ধরলে,
বললে,
- হ্যালো
- আসসালামু আলাইকুম
- কে?
জিগ্যেস করলে না কেমন আছি?
উত্তরো দিলে না তুমি কেমন আছো?
কেটে দিলে ফোনটি।
মুহুর্তেই আরো একটি নাম্বার,
তোমার ব্লাকলিস্টটা আরেকটু ভারী করে দিলো।
দ্বিতীয়বারে আর কলটা তোমার ফোন পর্যন্ত পৌছালো না।
তবে, এটুকু ঠিক বুজতে পেরেছি
হয়তো কাকতালীয় হতে পারে!
ভালবাসা কখনো মিথ্যে হতে পারেনা।
নাহলে, তোমাকে ঘিরে আমার শততম কবিতায়
তোমার শব্দটুকু স্থান পেতো না।
অপার কৃতজ্ঞতা প্রিয়তমা
হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।
তোমাকে ঘিরে আমার শততম
তোমার ভালবাসার কাছে,
আমি আজও অচল।
তবুও প্রভু তোমায় রাখুক অনাবৃত সুখে
আগলে রেখেছি সবটুকু ভালবাসা এ বুকে।
প্রশান্তি জুড়ে আজ তোমার অবাধ বিচরণ
যদিও হৃদয়ে ক্ষানিকটা রক্তক্ষরণ।
তবুও আমি প্রাণবন্ত রব তোমাকে ঘিরে,
তার শব্দেই শততম, উৎসর্গঃ প্রিয়
জীবন্ত হোক তোমার প্রতিটি শব্দ
এই পৃথিবীর কোল জুড়ে।