গোখড়ো সাপের লেজের হানা,
করলো না রে কাবু।
তামার বিষে, অন্ধ মোহে
মরলাম আমি তবু।


তাঁহার প্রেমে উভু হয়ে,
খেলাম হোচট বেজায়
আমার হৃদয় নিত্য কাঁদে,
তাঁরে পাবার আশায়।


এ যে ভীষণ বাজে মোহ,
ভুলতে পারা দায়।
সমাজ নামের কলুষতা,
ফেললো হতাশায়।


আবেগ দমন ভীষণ জ্বালার
ভালবাসা বাড়ে।
ভুলতে গেলেই আরো বেশি
মনে পরে তারে।


এমন কেন বিধির লীলা,
মিলে না সব সায়।
যন্ত্রণার এই মোহের বিষেই
হৃদয় পুড়ে ছাই।