কাঁদিতে তো পারি না;
হাঁসিয়াই নাহয় কই!
মায়ের কাছে বলবি ব্যাথা,
সমস্যাটা কই?


খালামনি জানলে পরে
হবে তোরই ভালো,
নইলে পরে বুজবি মজা
হয় যদি নিমকালো।


তরে নিয়া স্বপ্ন যত,
কষ্ট হাঁসির পালা।
আমার কথা বুজিস না তুই
এই হৃদয়ে জ্বালা।


দুই নৌকাতে দিসনারে পা
বলছি কড়োজোড়ে।
স্রোতের ঠেলা সামলাতে শেষে
ডুববি অতল জলে।


ভালবাসি আমি কত
মোল্লা ভাইটি জানে।
আমায় ভালো রাখতে যে সে,
সকল কষ্ট মানে।


তোমার সাথে মাত্র হলো
তিনের ঘরে হাত।
মোল্লা ভাই যে অনেক প্রিয়
পেরিয়ে বছর সাত।


অনেক লোকেই জানে যেমন
তোমার আমার কথা।
একটা চেংরার বচন শুনলেই
লাগে মনে ব্যাথা।


অযথা আর বলব কি মুই
না শুনলে মোর কথা।
কামনা সুখের; থাকলে সুখী
দিয়ে আমায় ব্যাথা।