দুঃখ খুজি রাতের কালোয়,
সুখরা নাহয় থাকুক আলোয়।
দূর্গ ঘেষে গোলা ছুটুক,
ভোরের হাসি আতকে উঠুক।
মরচে জমুক তামা-কাসায়,
বিদঘুটে হোক সকল আশায়।
ভাঙ্গুক চাবি সকল তালার,
আটকে থাকুক খাবার থালার।
তন্দ্রা জমুক পক্ষী পেঁচায়,
হোক ভীত হোক লাশের ছটায়।
ঝি ঝি কানা ঝাক থেমে যাক,
মগজ খানা মৃত্যুতে যাক।
হারাক আলো সকল প্রদীপ,
যাক ডুবে যাক সকল বদ্বীপ।
তারার আলো যাক মুছে যাক,
মৃত শিয়াল আবার হাকাক।
লাশটা পড়ুক নীলের শাড়ী,
সবদাহ হোক সকল নারী।
পুরোনো বইয়ের মলাট খুলে,
সব লেখা আজ যাক ধুয়ে যাক।
হঠাৎ হঠাৎ ফোকলা দাতের,
পাগল প্রেমির গীত থেমে যাক।
থামুক নাহয় সকল জয়ের,
আসুক থাবা মৃত ভয়ের,
নাহোক সকাল নাহোক আলো;
হৃদযন্ত্র যাক থেমে যাক।