আমার তাঁরাদের সাথে কথা হয়,
ঢেউয়ের তালে হই মরিয়া,
খড়স্রোতা নদীও হয় মিত্র।
শুধু প্রিয় তুমি হও না,
বুকে বানালে দারিয়া।


এ যেন দাবানল, পোড়ায় আমায় খুব
ডুবে যাই অতলে, ছাই হই পুড়িয়া।
পাব বলে পাই না, ছি ছি দুনিয়া
ফুল আছে ফল নাই, দামী বীজ বুনিয়া।


মরি মরি বাঁচি রই, সব দেই ছাড়িয়া
বুকে দিয়ে খুব প্রেম, নিলে তারে কাড়িয়া।
সব নিলে-নিয়ে যাও, কেন দাও যাতনা?
ঘুম খানি নিয়ে গেলে, বাঁচি কেবা জানিনা!!


আমি ভুল, নাহি কুল, আছে খুব বেদনা।
তুমি সব নিয়ে গেলে, স্মৃতি কেনো নিলেনা?
ধরাতে সুখে রও, আমি তবু দেখে যাই।
তুমি মোরে ভুলে যাও! আমি ভুলে যেতে নাই।


চেয়ে রই গগণে, দেখি খুব ঝাপসা
এক চাঁদ আকাশে, আলো কালো-ফরসা।
নাহি হলে আপনা, থাকো তবু নয়নে,
আমি নাহয় চেয়ে রই, তুমি ভেবে গগণ পানে।