যেখানে রাত্রির সাথে জোনাকির অন্ত
সেখানে বিকেল নয় হয় সকাল।
যেখানে তাঁরা জলে মিটিমিটি
সেখানে প্রেমে তার খুনসুটি।
যেখানে হিমাদ্রীর নীল নখ,
সেখানে প্রিয়জন দেয় দুঃখ।
যেখানে তাপিত হয় পৃথিবী
নিঃশ্বাস আটকালে কিসের ক্ষতি।
এভাবেই রহিত হয় সকল গতি।
আত্মার সাথে দেহের নাই মিনতি
সবই বৃথা সবই উদ্ভট।
তুমিহীন অন্ধ প্রতিটি পথ।