- আমি যারে আপন করে পেতে চেয়েছি
- সে হয়তো কখনো আমার হতেই চায়নি
- বাস্তবতা জীবনের একটা অংশ
- সেখান থেকে চাইলেই কেউ,
- মুখ ফিরিয়ে নিতে পারে না
- আমিইবা তার ব্যতিক্রম হই কি করে।
- হয়তো আমার ক্ষাণিকের পরাজয়
- তোমাকে সারাজীবন জয়ী করে রাখবে।
- এটাইবা কম কি আমার কাছে।
- উদ্দেশ্য পবিত্র হলেই সফল হবে তা নয়
- বরং পবিত্র উদ্দেশ্য টুকুর ভবিষ্যৎ কি হতে পারে
- তার নির্মাতা স্বয়ং সৃষ্টিকর্তা
- আমার, আপনার বা তার; কারোরই কোন হাত নেই
- মেনে নিতে নয়
- বরং ছেড়ে দিতে শিখেছি সবসময়
- বড়দের সামনে আমার দখলকৃত চেয়ার থেকে শুরু করে মসজিদের প্রথম সারিতে বিছানো নিজ ঘরের জায়নামাজ টুকুও।
- আর তাকে ছাড়তে আপত্তি কিসে?
- সে তো আমার না!
- আদৌ কি আমার ছিল, তাও জানি না
- তাহলে কেন ছেড়ে দিতে পারব না
- আমি ছাড়তে বাধ্য
- তবে এ ছেড়ে দেয়ার মাঝেও আছে তৃপ্তি
- অনিঃশেষ ভালবাসার তৃপ্তি।
- যে ভালবাসা কেবলই বাড়ে
- অপূর্ণতা নিয়েও বাড়ে।
- শুধু পূর্ণতার বদলে মুচকি হাঁসির মত লুকিয়ে পড়ে
- এর নাম ভালবাসা কিনা তা আমার জানা নেই
- তবে সৃষ্টিকর্তা যা চান তা ছেড়ে দিতে আমি মোটেও অপ্রস্তুত নই।
- শুধুমাত্র ভালবাসাটুকু জমা থাকুক প্রভুর ভান্ডারে
- শুধুমাত্র তার জন্যে।