একটু আগেই ভোর হলো,
তুমিহীন ভোর!
ক্ষানিকটা তোমায় মনে পড়লো,
খুব জড়িয়ে ধরতে ইচ্ছে হলো,
ইচ্ছে হলো তোমায় ছুঁয়ে দিতে,
তোমার হাতে বকুল ফুল গুজে দিতে।
তোমার নির্মল চোখের অভিশাপে হারিয়ে যেতে,
তোমার বিদ্যুৎপৃষ্ট চুলে হাত বোলাতে।
তোমার জামার ভেতরের শরীরের
মৃদু ঘ্রাণ নিতে।
মুহূর্তেই নির্জীব হই,
তুমিহীন প্রশান্তিতে।
এ যেন মরিচিকার খেলা,
তুমি নেই তবুও,
তোমায় ভেবেই কাটে বেলা।
ভোর কেটে সূর্য উকি দেয় আকাশে,
শুধু মেঘ জমে রয় আমার মনের পাশে,
যেখানে, তোমাকে ঘিরেই স্বপ্ন ছিল যত
আজও সে ভালবাসা রেখেছি অক্ষত।
এ যেন শত বছরের প্রেম,
তুমি ভেঙে দিয়েছ তবুও,
আমার নয়নে তুমিই একমাত্র,
হৃদয়ে আঁকা একটি ছবির ফ্রেম।
এই ভেবেই ভোর হয়,
ভাবনা বাড়ে,
তোমাকে ঘিরে,
ঠিক ভোরের একটু আগে,
সমস্ত দিবস জুড়ে।