না ছিল কেউ, না ছিল বেদ;
ছিলাম কতই ভালা।
সে আসিয়া দিয়া গেল হায়,
পাহাড় সমান জ্বালা।


রাত জাগিত, কত কথা হত;
হাঁসিতে জুড়াত প্রাণ।
হঠাৎ হৃদয় ব্যাকুল হত,
করিলে সে অভিমান।


মন টা ভীষণ উদাস হত,
দেখিতে তাহার মুখ।
মুখ লুকিয়ে তাহার সুখ আর,
পুড়িছে আমার বুক।


তাহাতে তোমার নয়ন পোড়ে
ধবল হৃদয় কালা
ফিরবে না সে জানিয়াও কেনো?
নিশি জাগো নিরালা!


ভাগ্য সহায় হয়নি বলে,
দুঃখ হয় না আমার।
তাহার সুখেই হলাম নাহয়,
কাজল চোখের পাতার।