একটা নিরব রাত্রি, খুবই স্বল্প দৈর্ঘ্যের
আমার চোখ জুড়ে শুধু কল্পনা, ঘুমহীন।
এক অনাবৃত অধ্যায়, ইতি হয় না পৃষ্ঠার
এ বিস্তৃত পৃথিবী যেন কেবলই নরক, তুমিহীন।


আমার চোখের অশ্রুকণা, তোমাতে মূর্তমান
তোমার রেখে যাওয়া স্মৃতি, আমার জীবনের গান।
যেখানে তোমাতে ছিল সব, সেখানেই শূন্যস্থান
দেহটা বেঁচে আছে ঠিকি, মরে গেছে প্রাণ।


আমার সমাধিও অপরিপূর্ণ রবে তুমিহীন,
তোমাকে প্রিয় ভালবাসি, বাসব চিরদিন।
বিধাতার কাছে, যাচি সকাল-সাজ তাই
মৃত্যুপূর্ব নাহও, পরবর্তী হলেও তোমারে চাই।


এ যেন এক সূচনাহীন অধ্যায়,
যেখানে প্রেম তুচ্ছ, তুমিই মূল্যবান।
সেখানে সমাপ্তিও মিছে, কারন
তুমিহীন সমাপ্তি হৃদয়ে বারণ।


আমি নিয়তির কাছে হেরে যাই বারবার
এই প্রেমে নাহয় পরাধীনতা আমার!
আমি দূর্লভ ইতিহাস নাহব চিরদিন,
আমার পৃথিবী নেই, সবই বৃথা, তুমিহীন।