এক শহুরে জীবনে,
ধূলিকণার বায়ু ঠেলে,
তুমিহীন অজানা পথ আমার,
আশার আলো খুঁজে বেড়ায়
প্রত্যাশাও তুমিহীন।
যে তুমি আমারে করেছ পর,
হয়েছ স্বার্থপর।
সেই তুমিহীনা আমার এই যাত্রা
এক শহুরে জীবন, তুমি ছাড়া।


যেখানে শুকনো ফুলে,
তোমার প্রেম ছিল ভরাতুর।
আজ সেখানে নিরব সবই
শুধু তুমি স্বার্থপর।
আমার বিলিন হওয়া পথ,
তোমার চুলে গেছে ডেকে।
তোমার অজানা ছলনায়
দুটি পথ গেছে বেকে।
রাতের চাঁদও গেছে ঢেকে।
রাত জুড়ে চলে নিত্য এখন
নিশাচরের মোহরা,
বেশ ভালো আছি
তোমার শহর ছাড়া।