তোমরা বার বার প্রেমিকার লাশ খুঁজে চল অথবা প্রেমিকের,
মানুষ প্রেমিক না হয়েও লাশ হতে পারে তোমাদের হয়ত জানা নেই,
জানা না থাকলে জেনে রাখ,
মধ্যবিত্ত ঘরের ছেলেটি শেষ বার মরার আগেও বহুবার মরে,
শেষ বার হয়ত ধারালো কিছুর আঘাতে মরে,
অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে,
তবে শেষ বারের আগে বহু বারের মৃত্যুর কারণ তোমারা জান না ,
তার স্বপ্ন গুলো তোমরা বার বার গলা টিপে হত্যা করো,
তোমাদের কেউ খুনি বলবে না,সমাজ তোমাদের পরিশুদ্ধ করেছে,
তোমাদের ধরিয়ে দিয়েছে সুশীল সমাজের দলিল,
তোমার যে সমাজের সব থেকে বড় হত্যাকারী তার প্রমান সেই ছেলেটি,
প্রতিদিন তার হতভাজ্ঞের কথা মনে করিয়ে দেওয়া তোমরা তাকে কখনো আপন কর নি,
তাকে মানুষ হতে দাও নি,শুধু মানুষের খাঁচায় করেছ বন্দি।


ফাহাদ(৩০.০৪.২০)