তোমার পছন্দ গুলো খুব বেশি অজানা জানো?
তোমার পায়ে আলতা দিয়ে আলপনা আঁকলে তুমি খুব বেশি রাগবে কিনা জানিনা,
ঘুমের ঘোরে তোমার কপালে আমার পছন্দসই একটা টিপ দিলে ,
তোমার বেণী করা চুলগুলো হঠাৎ খুলে দিলে রাগবে কিনা জানিনা,
আমি জানতে চাইলেও তুমি জানাবে না আমি জানি।।


বেশি রাগবে না তুমি,
রাগলে হয় তো অন্যদের সুন্দর লাগতে পারে,
কিন্তু তোমাকে শাঁকচুন্নির সাথে তুলনা করতে হতেও পারে,
তবে আমাকে কবিতা ক্ষমা করবেনা,
এত সুন্দর শাঁকচুন্নি কেউ কল্পনা করতে পারেনি,
আমি করলে হয়ত ক্ষমার তালিকা থেকে উধাও হয়ে যাব ।।


তোমাকে কেউ ভালবাসতে বলবে না,
কারণ ভালবাসা টা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার,
তুলে রাখলাম শ্যাউড়া গাছে যার বাস তার জন্য।।


ফাহাদ(২৮.০৪.২০)