অপরে না পারো যদি তুমি
আপনারে তবে কিছু দাও।
নিজেকে নিজের মত গড়ো তুমি
আপনারে চিনি তব নাও।


দেখ রাজধন ওই সমাধিত আজো
তোমার বক্ষ তলে।
আলাদীন প্রদীপ নিভে যায়নি দেখো
আজো মিটি মিটি করে জ্বলে।


তুমি হে রত্ন আকর,তোমা হতে পরশপাথর।
যদি আপনারে চেনো তব মান্।
পরশে তোমার সোনা হবে মাটি
দাও নিজ সত্তাকে যদি বলিদান।


তোমার এ রতন তুমি তোমাতেই পাবে
যদি আপনার জানো কত দাম।
লাল হয় হেনা শত ঘষা লাগি
দুই শিলা মাঝে অবিরাম।