কেন গো বন্ধু তুমি আমারে বারে বার
বিদায়ের ডাক দাও।
মনের অন্তরালে,পাগলিনী বীণার তালে
আমারে কাঁদায়ে যাও।
ফুটেছিল সবে মনের বসন্তকালে
মিলনের ফোটা ফুল।
হঠাৎ প্রভাত কালে,ওগো মালিনী নিওনা তুলে
ভ্রমর হবে যে ব্যাকুল।
ওগো বিধি তুমি আজ মিলিবার কালে
দেখালে এ কেমন লীলা।
হাঁসি মুখে চোখে জল, বুকে তরী টলমল
এভাবে বিদায় বেলা।
স্মৃতি যত মোর যতনে রাখিও তুমি
আপন মানস পটে।
আমি রব চীরকাল তোমার ওই স্মৃতির মাঝে
নিশি-দিন, সন্ধ্যা,প্রাতে।
হয়তো বা কখনো মিলিতে না পারি
'ভুলে যাব' ওগো ভেবোনা।
শুধু চলে যাব বলে অনেক দূরে
এভাবে বিদায় দিওনা।
ক্ষণিকের লাগি শুধু তোমা হতে কিছু
এসেছিনু পাওয়ার তরে।
দিয়েছ উজাড় করে আপন দুহাত ভরে
তব সেবিছ এ কাঙালেরে।
ক্ষণিক চলার পথে চলনে কথনে যদি
করে থাকি কিছু ভুল।
আজ মার্জনা কর তুমি, ভর্ৎসনা নাহি
নয়ত হারাবো দুকূল।।