ও নারী পাষান ভেদী
উর্ধ্ব গামী আকাশ পানে।
ও নারী বজ্র ধারী
দুলোক ছেদি কম্পন আনে।।


ও নারী নেকাব ধারী
গর্জে ওঠে কেশর নেড়ে।
ও নারী কাল বোশেখী
তুফান আনে হিজাব পরে।।


ও নারী ব্যাঘ্র রূপি
হাঁক ছাড়ে ঐ দম্ভ ভরে।
ও নারীর আস্ফালনে
নেকড়ে, শৃগাল কম্পে মরে।।


ও নারী পায়নাকো ভয়
খেঁকশিয়ালের হাজার ভীড়ে।
যত কর "হুক্কা হুয়া"
থোড়াই নারী কেয়ার করে।।


ও নারীর কণ্ঠে নিনাদ
বক্ষে জাতীর সাহস জাগে।
ও নারী ভবিষ্যতের
রক্ত চোখে স্বপ্ন দেখে।।


ও নারী তেজস্বিনী
অগ্নিবীণা বাজায় বুকে।
ও নারী চিহ্ন পায়ের
দুশমনেদের বক্ষে আঁকে।।


ও নারী থাকবে অমর
বীর মাঝারে বীরের মত।
ও নারী ফুটবে সদাই
শত্রু বুকে তীরের মত।।